ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অপহরণের পর ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপহরণের পর ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যুবরাজ (৪০)।  সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের খন্দকার মতিয়ার রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় দণ্ডপ্রাপ্ত যুবরাজ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুর পাড় এলাকা থেকে অপহরণ করে।  পরে তাকে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়ায় তার বোনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।  এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।


টাঙ্গাইল/সিফাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়