ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতক্ষীরায় সাড়ে ৪ কেজি সোনা জব্দ

সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় সাড়ে ৪ কেজি সোনা জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা । তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার সকালে কাকডাঙ্গা সীমান্তে বিজিবির একটি টহল দল এই স্বর্ণ আটক করে।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান,সকালে কাকডাঙ্গা সীমান্তে টহল দেওয়ার সময় মোটরসাইেকেলে দুই ব্যক্তি বিজিবি সদস্যদের সামনে পড়ে। এ সময় তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। মোটর সাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি সদস্যরা তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। এগুলোর ওজন চার কেজি ৬৭০ গ্রাম, যার  বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

 

সাতক্ষীরা/ শাহীন গোলদার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়