ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শীতের আগেই শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতের আগেই শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত পথবাসী ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চাদপুর জেলার কচুয়া উপজেলায় অসহায় গরীব ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

একর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির চাঁদপুর জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম মজুমদার ।

তিনি বলেন, ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন প্রতি বছরই সুবিধাবঞ্চিত শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘শীত শুরু হওয়ার আগেই আমরা শুরু করেছি, যাতে শীতের মধ্যে অসহায়দের কষ্ট একটু হলেও লাঘব হয়।’

এসময় তিনি দেশের অন্যান্য মানবিক সংগঠনের সদস্যদের এমন কর্মসূচি শীত শুরু হওয়ার আগেই শুরু করার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার কেন্দ্রীয় শাখার সদস্য ও চাদপুর জেলা শাখার তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান খান, চাদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মহসিন, চাদপুর পলিটেকনিক ইউনিট, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ইউনিটসহ জেলা শাখার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কর্মসূচি শেষে চাঁদপুর জেলা শাখার সভাপতি ঘোষণা দেন, আগামী মাসে আবারও দ্বিতীয় দফায় চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে।


চাঁদপুর/মোস্তফা/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়