ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঝিনাইদহে পেট্রোল পাম্প ধর্মঘট অব্যাহত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে পেট্রোল পাম্প ধর্মঘট অব্যাহত

ঝিনাইদহে ট্যাংকলরি, মালিক, শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়িদের ডাকে ১৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

সোমবার সকাল থেকে জেলার পেট্রোল পাম্পগুলোতে জরুরী যান ব্যাতিত অন্য কোন যানবাহনে তেল বিক্রি করতে দেখা যায়নি। যার ফলে অনেকেই মোটরবাইক, বাস-ট্রাকের জন্য তেল কিনতে এসে ফিরে যাচ্ছেন। তারা এ দুর্ভোগের প্রতিকার চেয়ে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানান।

এ দিকে পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের তেল বিক্রি বন্ধ ও কর্মবিরতি অব্যাহত থাকবে। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দের যদি সরকারের সাথে বৈঠকে সমঝোতা হয় তবেই তা প্রত্যাহার করা হবে।



ঝিনাইদহ/ রাজিব হাসান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়