ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলগালা করা ব্যাংকটি খুলে দিল সমবায় অফিস

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলগালা করা ব্যাংকটি খুলে দিল সমবায় অফিস

ঠাকুরগাঁওয়ে সিলগালা করা স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক সপ্তাহের মধ্যেই খুলে দিয়েছে সমবায় অফিস।

রোববার বিকেলে উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম নিচে উপস্থিত থেকে এসটিসি শাখার সিলগালা খুলে দেন।

স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংকেব শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ১৯৭৬ সালে সমবায় অধিদপ্তের নিবন্ধন নিয়ে নারায়ণগঞ্জ জেলায় সংস্থাটি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশ বলে ২০১২ সালে সারাদেশে তাদের কার্যক্রম শুরু করে।

সর্বশেষ ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট আরেক আদেশে আগামী এক বছরের জন্য সারাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে দেয়। এদিকে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ব্যাংক নামধারী কোন প্রতিষ্ঠান চলতে পারে না মর্মে ২৬ নভেম্বর উপজেলা সমবায় অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলগালা করে দেয়। পরবর্তীতে রোববার বিকেলে তা আবার খুলে দেয় সমবায় অফিস।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের কাছে সিলগালা খোলার বিষয়টি জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন।


ঠাকুরগাঁও/তানু/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়