ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিবিসিএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিবিসিএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

শতাধিক পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি এবং জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বিবিসিএফের আয়োজনে ও নাটোর জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌র‌্যালি বের হয়। পরে সিংড়া পৌরসভা মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জুনাইদ আহমেদ পলক।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবিসিএফের প্রতিষ্ঠাতা ও যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

সভায় বক্তারা বলেন অতিথি পাখি ও প্রকৃতি নিয়ে গবেষণার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া নিরাপদ পরিবেশ, বার্ড কলোনি, কৃষি উপকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার।



নাটোর/আরিফুল ইসলাম/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়