ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাভারে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে নির্মাণ করা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত উভয়পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আমিনবাজার থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়।


সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়