ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মেহেরপুরের ১৮টি গির্জায় উৎসব আমেজ

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরের ১৮টি গির্জায় উৎসব আমেজ

মেহেরপুর জেলার ১৮টি গির্জাই এখন বড়দিনের উৎসবকে ঘিরে জমজমাট। চলছে গির্জায় গির্জায় প্রার্থনা, গোসালায় উপস্থিতি, একে অপরকে মিষ্টিমুখ করানো, উপহার সামগ্রী বিনিময়।

চলছে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছাগ্রহণের পালা। বড়দিনে মেহেরপুরের খ্রিস্টান পল্লীতেও বিরাজ করছে উৎসব আমেজ।

বাংলাদেশের সব থেকে বড় খ্রিস্টান পল্লী মেহেরপুরের মুজিবনগরের গীর্জাগুলো ও তার আশপাশ সেজেছে বর্ণিল সাজে। সকাল ৯ টায় গির্জায় ঘন্টার আওয়াজের আগেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ভরে যায় প্রতিটি গীর্জা। জেলায় ১৮টি গির্জায় ঈশ্বরের আশির্বাদ, দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।

দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বড়দিনের উৎসব দেখতে এবং আমন্ত্রণ গ্রহণ করতে সব ধর্মের মানুষজন ভিড় করেছে সেখানে। খ্রিস্টান পল্লীর বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে গোশালা, ঘরে ঘরে তোলা হয়েছে স্টার। ক্রিসমাস ট্রিতে করা হয়েছে আলোকসজ্জ্বা।

এ ছাড়া পুরো এলাকা জুড়ে বসেছে হরেক রকমের পসরার মেলা। মেহেরপুরের বড়দিন উৎসবকে ঘিরে রয়েছে ৭ দিন ব্যাপী নানা আয়োজন ও অনুষ্ঠান।


মেহেরপুর/ জাকির হোসেন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়