ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৃষ্টিতে কাবু ঝিনাইদহবাসী, ফসলের উপকার

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিতে কাবু ঝিনাইদহবাসী, ফসলের উপকার

গত কয়েকদিনের তীব্র শীত এবং বৃহস্পতিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঝিনাইদহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া দরিদ্র মানুষেরা শীতে কাবু হয়ে পড়েছেন।

শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কেউ কেউ সকাল-বিকাল আগুন জ্বালিয়ে শীত নিবরণ করছেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রোসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কাজ চলছে। তবে অনেকেই এ সাহায্যে থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবি-ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কৃষক।

তবে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, ‘হালকা বৃষ্টিতে রবি শষ‌্যের ক্ষতির বদলে উপকারই বেশি হবে। পৌষের হালকা বৃষ্টি সরিষা, ভুট্টা, গম, ছোলা প্রভৃতি শষ‌্যের উপকারই করে। তবে বৃষ্টির ধারাবাহিকতা থাকলে তা ফসলের জন‌্য ক্ষতির কারণ হবে।’


ঝিনাইদহ/রাজিব হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়