ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিশুর হাতে মোটরসাইকেল, নিহত ১

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ৩০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশুর হাতে মোটরসাইকেল, নিহত ১

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুই শিশু। তিনজনই ছিল ওই মোটরসাইকেলের আরোহী।

নড়াইলের লোহাগড়া-মহাজন-নড়াগাতি সড়কের লুটিয়া খালচর এলাকায় রোববার ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মোটরসাইকেলটি চালাচ্ছিল ১৫ বছর বয়সের মিরাজুল শেখ। আর মোটরসাইকেলে অপর দুই আরোহী হচ্ছে ৯ বছর বয়সী নয়ন শেখ ও ১২ বছর বয়সী সাদিয়ার। এরমধ্যে নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা জানান, লোহাগড়া উপজেলার দিঘলিয়া থেকে মোটরসাইকেলযোগে এই তিন শিশু মহাজন এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে মহাজন থেকে ছেড়ে আসা ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। নিহত নয়নের মুখ থেতলে বিভৎস হয়ে গেছে। এ ঘটনার পর থেকেই ট্রলি চালক পলাতক রয়েছে।

নিহত নয়ন লোহাগড়ার কুমড়ি গ্রামের রহমান শেখের ছেলে। আর গুরুতর আহত মোটরসাইকেল চালক মিরাজুল কুমড়ি গ্রামের মকলেস শেখের ছেলে এবং সাদিয়ার একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার এসআই আতিক জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।


নড়াইল/ ফরহাদ খান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়