ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাছের ঘেরে বিষ, ক্ষতি ২০ লাখ টাকা

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাছের ঘেরে বিষ, ক্ষতি ২০ লাখ টাকা

বাগেরহাটের মোল্লাহাটে একটি মাছের ঘেরে বিষ ফেলে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার আড়-য়াকান্দি এলাকায় শহিদুল্লাহ ও রহিম মিয়া বাদশার ৩ একর আয়তনের যৌথ ঘেরে বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে। এ ঘটনায় শহিদুল্লাহ বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ঘেরের কর্মচারী আবু হানিফ বলেন, ‘রাতে ঘেরের বাসায় ছিলাম। ফজরের আজানের কিছু আগে টের পাই মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে। বুঝতে পারলাম, মাছের কোনো সমস্যা হয়েছে। সাথে সাথে মালিককে মুঠোফোনে বিষয়টি জানাই। এর কয়েখ ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়। সকাল থেকেই মরা মাছ ভেসে উঠতে থাকে।’

প্রতিবেশী বৃদ্ধ জাফর মোল্লা বলেন, ‘আমাদের এই অঞ্চলের বেশির ভাগ মানুষ মাছ চাষ করে। অনেক টাকা বিনিয়োগ এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছ বিক্রি করতে। কিন্তু দূর্বৃত্তদের বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেল। এভাবে চললে মাছ চাষ বন্ধ করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’

স্থানীয় ঘের মালিক ফোরকান মোল্লা বলেন, ‘বিষ প্রয়োগ করে মাছ মারায় শহিদুল্লাহর ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও শহিদুল্লাহর ক্ষতিপূরণ দাবি করছি।’

ক্ষতিগ্রস্ত মাছ চাষি শহিদুল্লাহ বলেন, ‘আড়–য়াকান্দি মৌজায় একটি পতিত জমি ইজারা নিয়ে রহিম মিয়া বাদশাকে সাথে নিয়ে মাছ চাষ শুরু করি। ঘেরে বিষ প্রয়োগ করে আমার প্রায় ২০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। আমার এত কষ্টের ফসল যারা নষ্ট করেছে, আমি তাদের বিচার চাই।’


টুটুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়