ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া রিকশাটি পুলিশ উদ্ধার করলেও আটক করতে পারেনি ঘাতক বাসটি।

নিহত রিকশাচালক আনছার আলী (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটি ডিভাইডার দিয়ে সড়ক পাড় হওয়ার চেষ্টা করছিলেন। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের এক বেপরোয়া গতির বাস রিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ওই রিকশাচালকের মাথা বাসের চাকায় পিষ্ট হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে রিকশাটিও দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনকবলিত রিকশাটি উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রিকশাচালকের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘাতক বাসও শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।


সাভার/সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়