ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

তীব্র শৈত্যপ্রবাহে আবারো বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। ঘন কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।

বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে এ জেলার চরাঞ্চলের বাসিন্দারা। গরম কাপড়ের অভাবে কষ্ট পেতে হচ্ছে ৪ শতাধিক চরাঞ্চলের বাসিন্দাদের।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় কাজে যেতে না পারায় শ্রমজীবি শ্রেণির মানুষেরাও পড়েছেন চরম বিপাকে। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকনে ঠাণ্ডায় কাজ করতে পারছেন না।

অন্যদিকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকার ফলে বীজ তলা নষ্ট হওয়ার পথে। ফলে বোরো আবাদেও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।



বাদশাহ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়