ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪২ বছর ধরে তিনি দুধ নিয়ে ছুটছেন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৭, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪২ বছর ধরে তিনি দুধ নিয়ে ছুটছেন

৪২ বছর ধরে দুধ নিয়ে ছুটছেন তিনি। বাবার বংশ পদবি মণ্ডল হলেও পেশার কারণে তিনি হয়ে গেছেন ঘোষ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামে কবির ঘোষ নামে তাকে চেনে সবাই। তার পুরো নাম মো. কবিরুল ইসলাম কবির (৫৬) । বাবা মাজেদ আলী মণ্ডল ছিলেন দুধ ব্যবসায়ী। পরিবারের অভাব অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে মাত্র ১৪ বছর বয়সেই কবিরকে নিতে হয় সংসারের দায়িত্ব। সেই থেকেই তিনি দুধ নিয়ে ছুটছেন।

কবির ঘোষ এখন ব্যাটারি চালিত মোটরসাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে হাট বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

তার ৫ সদস্যের পরিবারে স্ত্রী ছাড়াও তিন ছেলে রয়েছে। বড় ছেলে কাপড় ব্যবসায়ী, ছোট ছেলে প্রবাসী আর মেজ ছেলে বাবার পেশাতেই রয়েছেন।

আলাপকালে মো.কবিরুল ইসলাম বলেন, ‘আমার পড়ালেখার খরচ চালানোর মতো পরিবারের সামর্থ্য ছিল না। যার কারণেই বেছে নিতে হয় উপার্জনের পথ। তখন থেকেই দুধের ব্যবসায় রয়েছি। আয় রোজগার কম হলেও বদলাইনি কর্মজীবনের শুরুর এই গোয়াল পেশা।’

এই ব্যবসা থেকে উপার্জিত অর্থে ২০১৩ সালে স্বামী-স্ত্রী একসঙ্গে হজ পালন করেছেন। দীর্ঘদিন বাইসাইকেল চেপে দুধ সরবরাহ করলেও বর্তমানে মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে তিনিও বদলে ফেলেন তার যাতায়াতের বাহন। ২৬ হাজার টাকা দিয়ে কেনেন ইজি বাইকের ব্যাটারি চালিত মোটরসাইকেল।

প্রতিদিন তিন থেকে চার মণ দুধ সংগ্রহ করে বিক্রি করছেন।

সৎভাবেই দুধের ব্যবসা করে সংসারের খরচ চালান বলে দাবি তার। তিনি জানান, যতদিন সুস্থ থাকবেন ততদিন এই ব্যবসা চালিয়ে যাবেন।

 

জাহিদ হাসান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়