ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার শিক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার শিক্ষার্থীকে মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোহাম্মদ রুবেল নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন ছাত্র মিলে রুবেলকে মারধর করেছে।

আহত রুবেলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সহপাঠীরা।

পরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে সে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।

অভিযোগ থেকে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে নৃবিজ্ঞান বিভাগের সামনে বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান ( ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন ছিলো।

এদিকে অভিযুক্ত নাসির উদ্দিন জিসান বলেন, রুবেল নিজেই আমার সাথে কথা কাটাকাটি করতে এসে আমাকে মারধোর করেছে, আমি প্রতিরোধ করেছি মাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দীন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষয়টির গুরুত্বের সাথে আমলে নিয়েছি। অতিদ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, আমার জানামতে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

 

কুমিল্লা/ইমরুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়