ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্দে আলী মিয়ার ১১৪তম জন্মবার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দে আলী মিয়ার ১১৪তম জন্মবার্ষিকী পালন

অসংখ্য কালজয়ী কবিতার রচয়িতা ও শিশু সাহিত্যের নান্দনিক কবি বন্দে আলী মিয়ার ১১৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনা শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন তিনি।

কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকালে শহরের রাধানগর নারায়নপুরে কবিকুঞ্জের পাশে অবস্থিত তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘ। এসময় কবির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

কবি’র স্মরণ পরিষদের উদ্যোগে বিকেলে শহরের গোপালপুর শিশু শিক্ষা নিকেতনে আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বন্দে আলী মিয়া শিশুদের জন্য ১০৫টি শিশুতোষ গ্রন্থসহ ১৩৬টি বই রেখে গেছেন। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি বন্দে আলী মিয়া ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

সাহিত্যকর্মে তার অসামান্য অবদানের জন্য ১৯৯০ সালে মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় কবি বন্দে আলীকে।

 

পাবনা/শাহীন রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়