ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিকনিকের বাস রেলিং ভেঙে খাদে, আহত ৩৬

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিকনিকের বাস রেলিং ভেঙে খাদে, আহত ৩৬

কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের বাস ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ৩৬ জন আহত হয়েছে। এদের একজনের অবস্থা আশংকাজনক।

শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাইপাস মোড়ের আরাকান সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানান রামুর তুলাতুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আবুল কালাম।

টাঙ্গাইলের বাসিন্দা খোরশেদ আলমের (২০) পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত অন্যরা হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার শাহাজাহানের ছেলে মো. আবির (২১), নাছির উদ্দীনের ছেলে আতিক (২২), আবু বশরের ছেলে মোছাদ্দেক (২২), নুরুল আমিনের ছেলে সোহান (২২), রফি উদ্দীনের ছেলে ইউনুছ (২৪), মোস্তফা গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬), হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (২৫), মোশারফ হোসাইনের ছেলে আবু মুছা (২৭), জাকির হোসাইনের ছেলে মঞ্জুরুল হুসাইন সাকিব (১৯), আব্দুল জাব্বার মৃধার ছেলে মেহেদী হোসাইন (২৩) , মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ নয়ন (২৪), মোতাহের সিকদারের ছেলে নাঈম হোসাইন (২২), আলতাফ হোসাইনের ছেলে ফয়সাল (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মোশরফ হোসাইন(২৫), বাচ্ছুর ছেলে সাইফুল ইসলাম বাপ্পি (৩০), শাহা জমালের ছেলে মোহাম্মদ নিজাম (২৬), আশরাফ আলীর ছেলে মোহাম্মদ হাসিব (১৯), আব্দুল মান্নানের ছেলে  মোহাম্মদ সজল (২৬), জাকির হোসাইন খানের ছেলে নজরুল হক সাকিব (১৯), মোহাম্মদ নাহিদের মেয়ে রহিমা আক্তার (২৬), শহিদুল ইসলামের ছেলে শফিক (২৪), বেলাল হোছাইনের ছেলে মোহাম্মদ (২৬), আব্দুর শুক্কুরের ছেলে আব্দুল গফুর (২৫); পটুয়াখালীর শ্রীনগর এলাকার মোছাদ্দেকের ছেলে সাইফুল ইসলাম (২৭); শরীয়তপুরের আসাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (২৫);  বরিশালের শহিদুল ইসলামের ছেলে মোনাফ হুসেইন সাঈদ (২৫); বরগুনার আমতলী এলাকার জালাল উদ্দিনের ছেলে জাহিদ ইসলাম (২৬),  মোতাহের হোসাইনের ছেলে জিয়াউল করিম (২৪); ঢাকার আলতাফ হোসাইনের ছেলে নাজমুল হোসাইন (২৫), নজরুল ইসলামের ছেলে জুয়েল (২৭); বরগুনা সদরের মো. খলিলুল্লাহর ছেলে আল-আমিন (২৬);  কুমিল্লার সুলতানপুর এলাকার সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ মাহিম (২৭); পটুয়াখালীর আবু তৈয়ব সিকদারের ছেলে মোহাম্মদ রাজিব (২৭); যশোরের মোশারফ হোসেনের ছেলে বকতিয়ার (২৫) এবং ঢাকার মির্জাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ নোমান (২৭)।

ঘটনায় আহত ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, ঢাকা থেকে আসা পিকনিকের যাত্রীবাহী ‘সাব্বির এন্টারপ্রাইজের’ একটি বাস (ঢাকা মেট্টো-ব- ১১-৫৮২৫) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বাইপাস মোড়ে পৌঁছে চালকের ভুলবশত আরাকান সড়কে ঢুকে পড়ে। বাসটি কিছুদূর যাওয়ার পর সড়কের ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে বাসে থাকা ৫৯ জনের মধ্যে ৩৬ জন কম-বেশি আহত হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক এদের ১৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। 


রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়