ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাল‌্যবিয়ে বন্ধে সবাইকে কাজ করতে হবে’

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাল‌্যবিয়ে বন্ধে সবাইকে কাজ করতে হবে’

জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে হলে সব শ্রেণির মানুষকে এক যোগে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘ছেলে-মেয়ে ও অভিভাবকদের সচেতন করতে পারলে বাল‌্যবিয়ে প্রতিরোধ করা যাবে। দেশ এখন এগিয়ে যাচ্ছে। তাই মেয়েরা এখন পিছিয়ে থাকতে পারে না। এক কোটি শিক্ষার্থীর উপ-বৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে তাদের মা-বাবার কাছে পৌঁছে যাচ্ছে। শিক্ষার এ সুযোগগুলো যেন আমরা কাজে লাগাই।’

শনিবার মাদারীপুরের শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে আয়োজিত বিল‌্যবিয়ে বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

সেখানে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সাংসদ তাজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

বেলাল রিজভী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়