ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃষ্টিকে সঙ্গী করে ফিরল মাঘের শীত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিকে সঙ্গী করে ফিরল মাঘের শীত

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিকে সঙ্গী করে ফিরেছে মাঘের শীত। মাঘ শুরুর পর এই প্রথম এ জেলাকে ভিজিয়ে দিলো বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে হলো জেলাবাসীকে।

ভোর থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ৮টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ভোর থেকে দেখা মেলেনি সূর্যেরও।

জেলার নিউমার্কেট, ক্লাবসুপার মার্কেট, বড় ইন্দারা মোড়, বিশ্বরোড, বারঘোরিয়া, নয়াগোলা, মহাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।

মাঘ মাসের প্রথম সপ্তাহেও ‘বাঘ পালানো’ শীতের তীব্রতা ছিল না। কিন্ত আজ রোববার সেই শীত কিছুটা এলেও সঙ্গে ছিল বৃষ্টি। তাই কিছুটা হলেও কনকনে ঠান্ডার আমেজ পেয়েছে জেলাবাসী।

হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভোগান্তিতে পড়েন। রাস্তায় কাদা তো ছিলই, কোথাও কোথাও আবার পানি জমে ছিল।

শীতের প্রস্তুতি ছাড়াই যারা বাড়ি থেকে বের হয়েছিলেন, তারা পড়েন বিপদে। বৃষ্টিতে ভেজার কষ্ট তো পেতেই হয়েছে, সেই সঙ্গে অনুভব করতে হয়েছে হাড়কাঁপানো শীতকেও।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মঞ্জুরুল হুদা বলেন, 'এই বৃষ্টি সব ফসলের জন্যই উপকারী। এ ছাড়া গাছের পাতা থেকে ধুলাবালি সরে গিয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াও সহজ হবে।’


জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়