ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছুরিকাঘাত করে ৭ লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছুরিকাঘাত করে ৭ লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দিন-দুপুরে বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাইফকির বাজার ও পিটুয়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে ছিনতাই করা হয়।

ছিনতাইকারীদের আঘাতে বিকাশকর্মী মাহিন শাহ (৩৫) আহত হয়। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

মাহিন উপজেলা সদরের সিদলপাড়া গ্রামের নজরুল শাহর ছেলে। তিনি বিকাশের মার্কেটিং সহকারী পদে কর্মরত। কাদিরজঙ্গল ইউনিয়নের দেওয়ানগঞ্জ, পিটুয়া, মলাইফকির বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্ম এলাকা।

করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইনের বিকাশের ডিস্ট্রিবিউটর মো. আমির হামজা জানান, মাহিন মোটরসাইকেল যোগে মলাইফকির বাজার থেকে পিটুয়া বাজার যাচ্ছিলেন। দুই বাজারের মাঝামাঝি জায়গায় তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা পেছন থেকে মাহিমকে ছুরিকাঘাত করে। তিনি রাস্তায় পড়ে যান। তখন টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে ৬ লাখ ৬৪ হাজার টাকা ছিল।

স্থানীয় কয়েকজন মাহিনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে। মামলা দায়ের করা হয়েছে।


রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়