ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ীর লাশ

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ীর লাশ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম হাসান আলী (৩০) । তিনি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা ওই সীমান্তের মেইন পিলার ৭৫২ এর সাব পিলার ১৩ এস সংলগ্ন বাংলাদেশি আবাদি জমিতে মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ও বিজিবিকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মমদ ইউসুফ আলী ও বিজিবির ৫৬ ব্যাটালিয়নের লে. কর্নেল মামুনুল হক।

স্থানীয়রা জানান, হাসান অবৈধভাবে ভারতীয় গরু পারাপার করতো। তাদের ধারণা, গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাসানকে গুলি করে হত্যা করার পর বাংলাদেশি সীমানায় ফেলে রেখে গেছে।

এদিকে লে. কর্নেল মামুনুল হক জানান, ভারতীয় সীমান্তে লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কি'না তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, যেহেতু বাংলাদেশের সীমানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তাই এখনই বলা যাচ্ছেনা কিভাবে তিনি নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটন হবে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

নাঈম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়