ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মুক্তিযোদ্ধা পিতা।

মঙ্গলবার মাদকাসক্ত ওই ছেলেকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় পাঠানো হয়েছে বলে ইন্দুরকানী থানা পুলিশ।

জানা যায়, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করতো। পরে পিতা মো. হাবিবুর রহমান ইন্দুরকানী থানা পুলিশের হাতে মাদকাসক্ত ছেলেকে তুলে দেন।  

অনিকের পিতা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাওলাদার জানান, ছেলে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে দা (দেশীয় অস্ত্র) নিয়ে কোপাতে আসে। আমি নিরুপয় হয়ে ইন্দুরকানী থানা পুলিশে খবর দেই। 

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, নেশাগ্রস্থ ছেলে পিতা-মাতাকে মারধরের খবর শুনে আমরা সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।  


 

শুভ/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়