ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রংপুরের এক বেসরকারি ক্লিনিকে দায়িত্বে অবহেলায় তিন দিনের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে মৃত নবজাতকের স্বজনরা।

নবজাতকের স্বজনের অভিযোগ, শনিবার রাত ৯টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগমকে প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি হন এবং রাত সাড়ে ৯টার দিকে তার সিজার করে এক মেয়ে সন্তান জন্ম নেয়।

মঙ্গলবার সকালে হঠাৎ নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সেখানে কোন ডাক্তার না থাকায় শিশুটির তাৎক্ষণিক চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। এরপর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নবজাতকের চাচা রাকিব অভিযোগ করে বলেন, ‘শুধু নার্স দিয়ে এখানে চিকিৎসা করা হয়। কোন আবাসিক চিকিৎসক নেই। কোন চিকিৎসা না হওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে।’

এ খবর ছড়িয়ে পরলে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রংপুর/নজরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়