ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তবু থেমে নেই ওরা

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তবু থেমে নেই ওরা

মাঠ নেই, তাতে কি। বল ও ব্যাট নেই, এ কারণে খেলা আটকে নেই দরিদ্র পরিবারের শিশু সন্তান ইমন তাজুল মানিক লিপু আল আমিন আনিফ আকাশদের।

ওরা সবাই মিলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত জমিকে খেলার মাঠ মনে করে বিকেল হলে ক্রিকেট খেলায় মত্ত হয়। 

এসব শিশুদের পরিবারে অভাব লেগেই রয়েছে। তারা পরিবারের কাছে বল ও ব্যাট আশা করতে পারছে না। তাই বলে এ শিশুরা বসে নেই। টুকরো কাঠ সংগ্রহ করে ব্যাট ও পরিত্যক্ত বোতলে বল বানিয়ে ক্রিকেট খেলা করছে। প্রতিদিন বিকেল হলে এ শিশুদের খেলা করতে দেখা যাচ্ছে। সন্ধ্যার আঁধার নেমে আসতেই ফিরে যাচ্ছে ঘরে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত জমির এই মাঠের নিয়মিত খেলোয়াড় শিশু ইমন। হাতে টুকরো কাঠের ব্যাট। ভাবটা খুব সিরিয়াস খেলোয়াড় সে। আলাপকালে ইমন জানায়-

তারা টিভিতে দেখে দেখেই ক্রিকেট খেলার প্রতি অনুরক্ত। তাদের দলের সবারই এ খেলাটি খুবই পছন্দের। সবাই ক্রিকেট খেলতে ভালবাসে। কিন্তু তাদের খেলার সরঞ্জাম নেই। তাই উপায়হীন হয়ে তারা টুকরো কাঠ সংগ্রহ করে ব্যাট ও পরিত্যক্ত বোতল দিয়ে বল বানিয়ে ক্রিকেট খেলছে।

খেলার সরঞ্জাম না থাকায় শিশুদের মনে আক্ষেপ খুব। বাস্তবে কঠিন হলেও এ টুকরো কাঠের ব্যাটে খেলেই তারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্নও দেখছে।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ শিশুরা নিয়মিত স্কুলে লেখাপড়া করতে পারছে না। তাদের নেই পর্যাপ্ত কাপড়-চোপড়ও নেই। তাদের অবস্থাটা এমন যে, এক বেলা খেলে দু-বেলা অনাহারে থাকতে হয়।’

তিনি বলেন, ‘এখানে যথার্থ মাঠ না থাকায় রেলপথের পাশে পরিত্যাক্ত জায়গায় ক্রিজ প্রস্তুত করে কাঠের টুকরোর ব্যাটে ও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বলে খেলার অদম্য বাসনা পূরণ করছে শিশুরা। এমন শিশুদের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত।’



হবিগঞ্জ/ মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়