ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্ত্রীকে পুড়িয়ে হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীকে পুড়িয়ে হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে স্ত্রী কোহিনুর বেগমকে  কেরোসিন ঢেলে পুড়িয়ে হত‌্যার মামলায় স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। 

বুধবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মো. শাহ আলমের বাড়ি দীঘিনালার রশিক নগর গ্রামে। তিনি ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন।  টাকা না পেয়ে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১ অক্টোবর কোহিনুর বেগম মারা যান।

এ ঘটনায় কোহিনুর বেগমের ছোট ভাই মো. আলম মিয়া বাদি হয়ে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর জেলার দীঘিনালা থানায় মামলা করেন। একই বছরের ৯ ডিসেম্বর পুলিশ চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় ১৪ জনের সাক্ষ‌্যগ্রহণ করেন।  রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ‌্যাডভোকেট বিধান কানুনগো।  

 

বাসু দাশ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়