ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজশাহীতে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রাজশাহীতে উদ্ধার করা প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ২ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার ৬৪ হাজার ৯০৫ বোতল ফেনসিডিল, ৫০ লাখ ৫ হাজার ৯০০ টাকার আড়াই কেজি হেরোইনসহ অন্যান্য মাদক রয়েছে।

অনুষ্ঠানে বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মাদকবিরোধী সচেতনতায় সকালে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা শেষে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

রাজশাহী/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়