ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে নদীর পাড়ের স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে নদীর পাড়ের স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের সদর উপজেলায় লৌহজং নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভার হাউজিং এলাকায় অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ সময় হাউজিং এলাকা ও এর আশপাশে লৌহজং নদীর দুই পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু বাড়ি-ঘর ও দোকান ভেঙে দেয়া হয়।

হাউজিং সোসাইটির সভাপতি শাহীন আকন্দ বলেন, যারা এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করে রয়েছেন, দ্রুত তাদের এখান থেকে উচ্ছেদ করা হোক।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বলেন, লৌহজং নদী উদ্ধারের অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে। এখানে হাউজিং, গণপূর্ত ও পানি উন্নয়ন বোর্ড এক সঙ্গে কাজ করছে। অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে কিছু জমি উদ্ধার করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়