ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুচ্ছ ঘটনার জেরে নাছিরকে হত্যা করা হয়

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুচ্ছ ঘটনার জেরে নাছিরকে হত্যা করা হয়

কুমিল্লার চান্দিনা উপজেলায় মহাসড়কে দোকানির ছিন্ন-ভিন্ন লাশ উদ্ধারের ১০ দিন পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দোকানি নাছিরকে হত্যা করে মোয়াজ্জেম হোসেন এবং অটোরিকশা চালক সানাউল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ মো. নূরুল ইসলাম এই তথ্য জানান।

পুলিশ জানায়, হত্যায় জড়িত সন্দেহে বুধবার দুপুরে চান্দিনা এলাকা থেকে মোয়াজ্জমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আর মোয়াজ্জেমের দেয়া তথ্যমতে জানা যায়, সানাউল্লাহ ও মোয়াজ্জেম মিলে নাছিরকে হত্যা করে। হত্যার পর যাতে কেউ সন্দেহ করতে না পারে, সেজন্য তারা এলাকা ছেড়ে যায়নি।

পরে বুধবার রাত ৮টার দিকে চান্দিনার নাওতলা এলাকা থেকে ঘটনার হোতা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ জানুয়ারি সকালে চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাছির উদ্দিনের ছিন্ন-ভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান উপস্থিত ছিলেন।

 

ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়