ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজ ফসলের এবং সম্ভাবনার। এখন যে আবহাওয়া রয়েছে, আর যদি এক বা দেড়মাস থাকে, তাহলে আলু চাষিদের মুখে সারা বছর এ হাসি স্থায়ী হবে। এদৃশ্য দেখা যায় কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতীর চরের বিভিন্ন এলাকায়।

মহানন্দে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার প্রধান নদী গোমতীর চর এলাকায় এবছর ব্যাপক গোল আলুর আবাদ হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কৃষক তাদের উৎপাদিত আলু ঘরে তুলবেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, সবজি চাষে জেলার অন্যতম এলাকা গোমতী নদীর চর। বিভিন্ন মৌসুমে এই চরে আবাদ করা হয় নানা জাতের সবজি। চলতি মৌসুমে গোমতীর চরের বুড়িচং উপজেলা অংশে অন্যান্য সবজির পাশাপাশি ব্যাপকভাবে গোল আলুর আবাদ করেছে চাষিরা।

উপজেলার নদী তীরবর্তী ময়নামতি, ষোলনল, ভারেল্লা উত্তর, ভারেল্লা দক্ষিণ, পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা আলু আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর চারা যেন সবুজের সমারোহে ভরে তুলেছে গোমতী নদীর চর এলাকা। ফলনও ভালো হবে বলে আশাবাদ কৃষকদের।

এবদারপুরের কৃষক ইসমাইল হোসেন, আব্দুল আজিজ ও গোবিন্দপুর গ্রামের মোবারক হোসেন জানান, গত বছর আলু উত্তোলন মৌসুমে বাজারে দাম কম হওয়ায় আলু চাষে তাদের আর্থিকভাবে লোকসান গুণতে হয়েছে। এ বছর আলুর দাম সেই অনুযায়ী ভালো পাওয়া গেলে লাভবান হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী কৃষকরা। শ্রীপুর গ্রামের কৃষক রুহুল আমীন জানিয়েছে আলু গাছে ওষুধ প্রয়োগ, সেচ, সার, মজুরিসহ এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। খেতের অবস্থা দেখে তিনি খুশি, তাই তিনি লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন বেশি।

বুড়িচং উপজেলা কৃষিবিদ মো. শামিম হোসেন বলেন, ‘এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৯ শত ৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। এবার যেহেতু আবহাওয়া অনুকূলে, রোগবালাইও নেই, তাই ফলন খুবই ভালো হবে। এরই মাঝে উপজেলার গোমতী নদীর চর এলাকার কিছু কিছু স্থানে আলু তোলা শুরু হয়েছে। কৃষকরা জানিয়েছে, আশানুরূপ ফলন পেয়েছেন তারা।’

 

কুমিল্লা/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়