ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাহাজের নিচে চাপা পড়া ২ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহাজের নিচে চাপা পড়া ২ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্নেহা শিপইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে বেসরকারি ডকইয়ার্ডে সদ্যনির্মিত জাহাজের নিচে চাপা পড়ে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

আজ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

এর আগে বৃস্পতিবার দিবাগত রাতে উপজেলায় বিবিজোড়া এলাকায় নির্মাণ করা জাহাজ নদীতে নামানোর সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে দুই শ্রমিক জাহাজের নিচে চাপা পড়ে। গত রাত থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা চাপা পড়া দুই শ্রমিকের লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল। 

এই দুর্ঘটনায় চার শ্রমিক আহত হয়। ওই ডকইয়ার্ডের মালিক আবুল কালাম পলাতক। নিহত শ্রমিকরা হলেন, ইয়া রাসুল ও রাসেল। তাদের বাড়ি সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামে। তারা কয়েক বছর ধরে ডকইয়ার্ডে কাজ করছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুই শ্রমিকের লাশ উদ্ধার করে অভিযান সমাপ্ত করা হয়েছে।

নিহতদের স্বজনদের লাশ দাফন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।


রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়