ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা ভাইরাস : সতর্কতা জারি হয়নি হিলি চেকপোস্টে

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাস : সতর্কতা জারি হয়নি হিলি চেকপোস্টে

চীনের করোনা ভাইরাস বিষয়ে এখনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি দিনাজপুরের হিলি চেকপোস্টে।

ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে চীনের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন শত শত পাসপোর্টধারী যাত্রী। আর একারণে ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, হিলি চেকপোস্টের গুরুত্ব ভেবে এই আশঙ্কার কথা ইতোমধ্যে দিনাজপুর সিভিল সার্জনকে জানানো হয়েছে।

তবে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে হিলি চেকপোস্টে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে।

উল্লেখ‌্য, করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ। প্রধান লক্ষণ জ্বর। এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গ থাকে। চীনে এই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। আর এরমধ্যে প্রাণহানী ঘটেছে অন্তত ৪১ জনের।



মোসলেম/বুলাকী/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়