ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে মেলায় ওয়ালটন ল্যাপটপে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে মেলায় ওয়ালটন ল্যাপটপে আগ্রহ

বন্দরনগরী চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আইটি ফেয়ার-২০২০।

মেলায় ওয়ালটন স্টলে দেশে তৈরি ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার এক্সেসরিজে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।

ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনাল যৌথভাবে তৃতীয়বারের মতো মেলার আয়োজন করেছে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম।

চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালের সভাপতি আবদুল্লাহ ফরিদ।

আইটি মেলার সিলভার স্পন্সর ওয়ালটন ল্যাপটপের স্টলে দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন ডিজিটেক-এর ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান তরিকুল ইসলাম হৃদয় জানান, মেলা উপলক্ষে মাত্র ২৪৯৯ টাকা ডাউন পেমেন্টে ল্যাপটপ কেনার সুযোগ রয়েছে। ওয়ালটনের ল্যাপটপসহ বিভিন্ন পণ্যে ১০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। স্টুডেন্টদের জন্য ১২ মাসের ইএমআই সুবিধা রয়েছে।

মেলায় ২১ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

মেলায় ৩০টিরও বেশি আইটি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল রয়েছে। ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়