ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রতি উপজেলার ১০০০ মানুষের বিদেশে কর্মসংস্থানের আশাবাদ

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতি উপজেলার ১০০০ মানুষের বিদেশে কর্মসংস্থানের আশাবাদ

কুমিল্লায় প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিফ্রিংয়ে জানানো হয়েছে, প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক ‘প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে’ উপসচিব মো. আবুল হোসেন এ তথ্য জানান। 

আবুল হোসেন বলেন, চীনে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ২০১৭ এবং ২০১৮ সালে শুধু বগুড়া থেকে ৪৭ হাজার ২৮১ জনের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সেমিনারে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, বিশাল শ্রম বাজার খুলেছে জাপানে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাদের দেখভাল করার মতো মানুষও সেখানে নেই। অর্থনীতির চাকা সচল রাখতেও তাদের জনবল প্রয়োজন। তাই জাপান আটটি দেশ থেকে জনবল নিয়ে তাদের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যেগে জাপানের সঙ্গে বাংলাদেশ সরকারের নতুন শ্রম বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।

তিনি জানান, ১৭৩টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশিকর্মী নিয়োজিত আছে। পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যাও এর অনেক কম।


আখাতরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়