ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

বগুড়ার আদালতে সাজা ঘোষণার পর চুরির মামলার আসামি কাঠগড়া থেকে লাফিয়ে পালিয়ে গেছে। 

সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি পালিয়ে যান। পলাতক আবদুল হালিমের বিরুদ্ধে পালানোর অপরাধে  সদর থানায় মামলা হয়েছে।

আবদুর হালিম শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পরপরই আবদুল হালিম কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি জানান, এ ঘটনায় কোনো গাফিলতি না থাকায় কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।


আখতারুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়