ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

'শব্দ সৈনিক' স্বীকৃতি পেলেন চাঁদপুরের কৃষ্ণা সাহা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'শব্দ সৈনিক' স্বীকৃতি পেলেন চাঁদপুরের কৃষ্ণা সাহা

চাঁদপুরের কৃষ্ণা সাহা সহ সারাদেশে মোট ১১ জন শব্দ সৈনিকের নামের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রবিন্দ্রনাথ দত্ত সাক্ষরের মাধ্যমে এই গেজেট প্রকাশিত হয়। গেজেটে চাঁদপুর জেলা সদরের মৃত যোগেশ চন্দ্র চক্রবর্তীর মেয়ে কৃষ্ণা সাহাকে ২৮৬ নম্বর 'শব্দ সৈনিক' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন,২০০২(২০০২ সনের ৮নং আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা সরকার এতদ্বারা Rules of Business 1996 এর Schedule-1(Allocation of Business) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫তম সভার ৯.৪ নং আলোচ্যসূচির সিদ্ধান্ত মোতাবেক ১১ জনের নাম (স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী শব্দ সৈনিক) গেজেট আকারে প্রকাশ করে।

মঙ্গলবার এ ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃষ্ণা সাহা এক সাক্ষাৎকারে জানান, স্বাধীনতার এতো বছর পর এসে আমাকে স্বীকৃতি দেওয়া হলো। এ জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি চীরকৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিই এই স্বীকৃতি আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের। আমি আমার এই 'শব্দ সৈনিক' স্বীকৃতি চাঁদপুরবাসীর মাঝে উৎসর্গ করলাম।


চাঁদপুর/অমরেশ দত্ত জয়/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়