ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: দুটি আলাদা তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: দুটি আলাদা তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক তদন্ত কমিটি গঠন করা হয়।

এই তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আগুন লাগার কারণ ও প্রতিকারের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানের নেতৃত্বে জেলা প্রশাসকের তদন্ত কমিটির অন্যান্যরা হলেন- পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, পিডিবির প্রতিনিধি, পল্লী বিদুৎ সমিতির প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি কাউন্সিলার মনবির রায় মনজু, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ড্রাষ্ট্রিজের প্রতিনিধি ও বিজনেস ফোরামের প্রতিনিধি। এই কমিটি চাইলে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিনিধি সংযোজন করতে পারবেন।

তিনি বলেন, কারণ উদঘাটন করে এই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে এই ধরণের ঘটনা যাতে না ঘটে, সেগুলো ব্যবস্থা নেবে।

এদিকে মৌলভীবাজার পৌরসভাও অপর এক তদন্ত কমিটি গঠন করেছে।

পৌর মেয়র মো. ফজলুর রহমান জানান, পৌরসভার মেয়র কমিটির আহ্বায়ক হলেন কাউন্সিলার জালাল আহমদ। কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলার ফয়ছল আহমদ, কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌরসভার সচিব, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রতিনিধি, বিজনেস ফোরামের প্রতিনিধি ও পৌরসভার বিদ্যুৎ শাখার প্রতিনিধিসহ অন্যান্যরা।

এঘটনায় পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, চেম্বার সভাপতি মো. কামাল হোসেন, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

 

সাইফুল্লাহ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়