ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ যাত্রী নিহত

ময়মনসিংহের গৌরীপুরের চরশ্রীরামপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারযাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডৌহাখলাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটো চালক রফিকুল ইসলাম (৫৫)।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এক বাস আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রফিকুল ইসলাম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, নিহতরা প্রত্যেকেই বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। লাশ ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।



মিলন/বুলাকী

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়