ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১০ একরের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ একরের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানের রুমায় দুর্গম দুই পাড়ায় ফের অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবারে রুমা জোন (২৭ ইবি) এর ক্যাপ্টেন মো. আশিকুর রহমানের নেতৃত্বে এক স্পেশাল যৌথ বাহিনীর টহল দল অভিযান চালিয়ে এসব পপি ক্ষেত ধ্বংস করে।

ভোর থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে রুমার সাইকট পাড়া ও খুলেন খুমি পাড়া এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১০ একর জায়গায় চাষ করা ১২ আফিম ক্ষেত ধ্বংস এবং পুড়ে ফেলা হয়।

এসময় এক জুম ঘরে থাকা বিপুল পরিমাণ আফিমের বীজ উদ্ধার ও ধ্বংস করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যায়।

রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর (পিএস সি) জানান, পপি চাষ রুখতে যৌথবাহিনীর এই ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার একই উপজেলার তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালিয়ে এক একর জমিতে করা তিন পপি ক্ষেত গাছ ধ্বংস ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় সীমান্ত অরক্ষিত থাকার কারণে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি পপি চাষ করে থাকে। আর পপি থেকে মাদক আফিম তৈরি করে বিভিন্ন দেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।

 

বাসু/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়