ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৎস্য কর্মকর্তার ওপর হামলা, অফিস ভাংচুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৎস্য কর্মকর্তার ওপর হামলা, অফিস ভাংচুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফের ওপর মঙ্গলবার সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা তার কার্যালয়ে ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করে।

প্রত্যক্ষদর্শী ও মৎস্য কর্মকতার কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মৎস্যজীবী সমিতির নেতা সুধীর চন্দ্র জীবনের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী মৎস্য কমকর্তার কার্যালয়ে প্রবেশ করে। পরে মৎস্য কমকর্তা খালেদ মোশারফের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তখন তারা লাঠি দিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর শুরু করে। এক পর্যায়ে খালেদ মোশারফের ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। তাকে রক্ষা করতে গেলে অফিস সহকারী দেলদার হোসেনও আহত হন।

খালেদ মোশারফকে প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুইয়া বলেন, মৎস্যজীবী নেতা সুধীর বাবুর নেতৃত্বে হামলা হয়েছে। মৎস্য কর্মকর্তা সুস্থ হলে তিনি বাদী হয়ে মামলা দায়ের করবেন।

 

রংপুর/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ