ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাতির পায়ে পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতির পায়ে পিষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে নাজমুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল  ইসলাম বৈষ্ণবপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, পাহাড় থেকে হাতি নেমেছে, এ খবর পেয়ে নাজমুল বাড়ির উত্তর পাশে গরু আনতে যান। হাতি ধাওয়া দিলে পা পিছলে পড়েন তিনি। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ নাজমুলের লাশ উদ্ধার করেছে।

একের পর এক হাতির আক্রমণে মৃত‌্যুর ঘটনায় বকশীগঞ্জের কামালপুরের পাহাড়ি গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে হাতির আক্রমণে বকশীগঞ্জে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।


জামালপুর/সেলিম আব্বাস/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়