ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের সব জেলা রেলের আওতায় আসবে : রেলমন্ত্রী

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের সব জেলা রেলের আওতায় আসবে : রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের সব জেলা রেলের আওতায় আসবে।

তিনি বলেন, ‘দেশের ৪৪টি জেলায় বর্তমানে রেলপথ রয়েছে। বাকি জেলাগুলোতে রেলপথ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

রোববার সুনামগঞ্জে ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

সম্প্রতি কয়েকটি রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রেন ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলমান। দুর্ঘটনা রোধে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের আরো সচেতনভাবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম নেওয়া হয়েছে।’

মন্ত্রী জানান, রেলওয়ের সমস্ত বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, উপ-পরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ আরো অনেকে।

 

আল আমিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়