ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে বেতন স্কেল আপগ্রেডেশন, টেকনিক্যাল পদমর্যাদা আদায়ের লক্ষ্যে হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং বর্জন করে কর্মবিরতি পালন করেছে পঞ্চগড়ের স্বাস্থ্য সহকারীরা।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে তারা।

পঞ্চগড় সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মবিরতি কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক খাজা ময়েন উদ্দীন আহমদ বক্তব্য রাখেন।

তিনি বলেন, পঞ্চগড়ে ১০-১১ ফেব্রুয়ারি হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং এবং ইপিআই কর্মসূচি বর্জন করছেন তারা। আগামী ২২ ফেব্রুয়ারি হতে পূর্ণ বর্জন কর্মসূচি পালন করবেন। এর আগে কয়েক দিন আংশিকভাবে কাজ বর্জন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সভাপতি মো. রফিকুল আলমসহ স্বাস্থ্য সহকারীরা।


নাঈম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়