ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জলাধার ভরাট করায় লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলাধার ভরাট করায় লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে বালু ফেলে জলাধার ভরাট করার অপরাধে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গোবরা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন এ জরিমানার আদেশ দেন।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার উলপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মিনার ছেলে সাফায়েত হোসেন (৬০) ও নড়াইলের কালিয়া উপজেলার চৌধুরী ইউনুচ আলী (৬৫)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন জানান, গোবরা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি জলাধার বালু ফেলে ভরাট করছিলেন ওই দুই ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।


বাদল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়