ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘অনুপ্রবেশকারীদের আ.লীগ থেকে বের করে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনুপ্রবেশকারীদের আ.লীগ থেকে বের করে দিতে হবে’

আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা নিজের স্বার্থের জন্য দলে প্রবেশ করে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সাথে সকলের সমন্বয়ে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে।’

সোমবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট বিভাগের দায়িত্ব পাওয়ার পর প্রথম সিলেট সফরে আসেন তিনি। দুপুরে সিলেট পৌঁছেই তিনি হযরত শাহজালাল, হযরত শাহপরাণ এবং গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারতও করেন।

সন্ধ্যা রাতে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনো অপশক্তি উঁকি মারছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপতৎপরতাও চালিয়ে যাচ্ছে। তা কখনোই সম্ভব হবে না। যতদিন শেখ হাসিনার হাতে নেতৃত্ব থাকবে ততোদিন কোন অপশক্তিই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’

তিনি  বলেন, ‘শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিকে পরিবর্তন করে দিয়েছেন। যুবকদের প্রাধান্য দিচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ, যুব ও মেধাবীদের সমন্বয়েই নেতৃত্ব বাছাই করছেন।’

কর্মী সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।


সিলেট/ আব্দুল্লাহ আল নোমান/নাসিম
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়