ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরীক্ষার কেন্দ্রে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষার কেন্দ্রে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে আতিকুল ইসলাম (৩২) নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার হযরত শাহখাকী (র.) ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

আতিকুল জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার গণিতের সহকারী শিক্ষক। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

জানা যায়, উপজেলায় দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র হযরত শাহখাকী (র.) ইসলামিয়া মাদ্রাসায় গণিত পরীক্ষায় একটি কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন আতিকুল ইসলাম।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন, আতিকুল ইসলাম নিজ কক্ষ ছেড়ে অন্য কক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতা করছেন।

তাৎক্ষনিক ওই শিক্ষককে উপজেলায় নিয়ে যাওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা সমূহের (অপরাধ) ১৯৮০ এর ৯ ও ১২ ধারা মোতাবেক ওই শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।


সাইফুল্লাহ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়