ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শতভাগ বিদ্যুতের আওতায় এলো পাবনা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতভাগ বিদ্যুতের আওতায় এলো পাবনা

শতভাগ বিদ্যুতের আওতায় এলো পাবনা জেলা।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাসহ সাতটি জেলা ও ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী মাশফিকুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, পাবনা জেলার ১ হাজার ৫৪৯টি গ্রামে ৯ হাজার ৫২৫ দশমিক ১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে ৬ লাখ ৩২ হাজার ৪০০টি সংযোগ প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৯৫ কোটি টাকা।


শাহীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়