ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জেলেকে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ২ জেলেকে অপহরণ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব-জিয়া বাহিনীর সদস্যরা।

গেলো রাতে সুন্দরবনে বৈকেরী খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে।   

অপহৃত দুই জেলে হলেন- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার (৪০) ও হরিণগর গ্রামের মৃত লোকমান গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪৫)। 

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামে রজব গাজীর ছেলে বাক্কার জানায়, কদমতলা বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনের বৈকারী খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব- জিয়া বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান জানান, জেলে অপহরণের বিষয় শুনেছি কিন্তু এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

 

শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়