ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা

ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দিবস উপলক্ষে শুক্রবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। এটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, সংবাদিক শেখ আফজালুর রহমান, ওয়াইল্ড লাইফের ফিল্ড অফিসার অমিত মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালবাসা দিবসে সবারই উচিত সুন্দরবনকে ভালোবাসা। সুন্দবন বেঁচে না থাকলে বাংলাদেশের টিকে থাকা কঠিন হবে।

বক্তারা আরো বলেন, বিগত কয়েকটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নিজ বুকে ধারণ করে সুন্দরবন দেশকে বাঁচিয়ে দিয়েছে।

 

শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়