ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘চাকরির অভাব হবে না’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘চাকরির অভাব হবে না’

যারা এখন লেখাপড়া করছে, তাদের চাকরির অভাব হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মসেতু তৈরি হওয়ার পর দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে যাবে। অসংখ্য কারখানা হবে এখানে। তখন সকল ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দুটি। এর একটি- স্বাধীন দেশ। আর একটি, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সব কিছু করবে সরকার।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধি সৌধবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আ হ ম মুস্তফা কামাল এমপি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অর্থ সচিব আ. রউফ তালুকদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।


বাদল সাহা/বকুল/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়