ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বালুচরে ফসলের সমারোহ

ফারুক আলম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বালুচরে ফসলের সমারোহ

তিস্তা অববাহিকার জনপদ লালমনিরহাট। এ জেলার প্রায় সব উপজেলা ছুঁয়ে বয়ে চলেছে তিস্তা নদী। নদীর বুক জুড়ে ধু ধু বালুচর। এই ঊষর বালুচরেই চাষ হচ্ছে হরেক রকমের ফসল। মিষ্টি কুমড়া, বাদাম, তামাক, ভুট্টা, গম, পিঁয়াজবীজের সমারোহ বিভিন্ন বালুচরে।

বালুচরে এবার মিষ্টি কুমড়ার ভালো ফ‌লন হয়েছে। সেখানে বাণিজ‌্যিকভাবে কুমড়া চাষ করছেন মোফাজ্জল হোসেন, মুকুল মিয়াসহ অনেকেই। গোর্ধন এলাকায় প্রায় চার একর জমিতে কুমড়া চাষ করেছেন মোফাজ্জল হোসেন। প্রতিটি কুমড়ার গড় ওজন চার কেজি। পাইকাররা এসে প্রতি কেজি ১৪ টাকা কেজি দরে কিনে নিয়ে যান।

আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের স্পার বাঁধের পাশে বালুচরে কুমড়া চাষ করেছেন মুকুল মিয়া। তিনি জানান,উপজেলা কৃষি অফিস থেকে তাকে বীজ ও সার দেয়া হয়েছে। বালুচরে একেকটি গর্তে চারটি করে চারা লাগিয়েছেন তিনি। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১৫টি করে কুমড়া পাওয়া যাবে।

লালমনিরহাটের কৃষি কর্মকর্তা আলিনূর রহমান জানান, লালমনিরহাটের তিস্তার চরে বাদাম, কুমড়া, ভুট্টার অনেক সম্ভাবনা আছে।

 

লালমনিরহাট/ফারুক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়